Director's Message
Shri Ranjan Shaw
Margastha Research Foundation, we are dedicated to education for all, environment conservation, biodiversity protection, and climate change resilience. As a Section 8 non-profit, we provide quality education, skill development, and research opportunities to empower underprivileged communities. Our work spans forest and water conservation, eco-tourism, and cultural heritage preservation, alongside scientific innovation. We support tribal development, women’s empowerment, and deliver healthcare, shelter, and livelihood support to those in need. Through collaborative research, public awareness, and capacity-building, we strive for a sustainable, inclusive, and resilient future where people and nature thrive together.
— Shri Ranjan Shaw, Director
Margastha Research Foundation
মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন – আমরা সবার জন্য শিক্ষার প্রসার, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। একটি সেকশন ৮ অ-লাভজনক সংস্থা হিসেবে আমরা বঞ্চিত সম্প্রদায়কে ক্ষমতায়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং গবেষণার সুযোগ প্রদান করি। আমাদের কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে বন ও জল সংরক্ষণ, ইকো-ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, পাশাপাশি বৈজ্ঞানিক উদ্ভাবন। আমরা আদিবাসী উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং প্রয়োজনীয়দের জন্য স্বাস্থ্যসেবা, আশ্রয় ও জীবিকা সহায়তা প্রদান করি। সমন্বিত গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে আমরা এমন একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট, যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে সমৃদ্ধ হতে পারে।
— শ্রী রঞ্জন সাউ,
পরিচালক
মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন